একজন মুসলমান হিসেবে আমার কাছে সবচে লোভনীয় আ’মল মনে হয়, ‘দু’য়া’। এর মধ্যে অনেকগুলো ম্যজিক আছে। কি কি?
১। দুয়ায় পাওনা বাড়ে। চাইলে আল্লাহ দিবেন, আল্লাহর ওয়াদা। যে ভাবেই হোক, যে রকমেই হোক। এটা যে দুয়া করে, সে টের পায়। আজ এই মুহূর্তে আমার ঝুলিতে এমন অনেক কিছু আছে, যেটা, আলহামদুলিল্লাহ, হবার ছিলো না। দুয়ার অনিশ্চিত মুহূর্তগুলো মনে আছে শুধু। মনে [...]
↧