আল্লাহকে যারা বিশ্বাস করতে চায় না, তাদের একটা কমন অভিমান আছে আল্লাহর ওপর। ‘নয়ন তোমারে পায় না দেখিতে’। সত্যি কথা বলতে, ব্যপারটা আসলেই গুরুতর। তবে ব্যপার হল, এজন্যই শব্দটা ‘ঈমান’ মানে ‘বিশ্বাস’। দেখা জিনিসের তো বিশ্বাস লাগে না। আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, এটা আমি বিশ্বাস করি কি না, এটা কোন প্রশ্নই না, কারণ সেটা আমি দেখতেই পাচ্ছি।
তবে হ্যাঁ, চোখ [...]
↧